ফের আইনজীবী সাখাওয়াত আটক
ইমান২৪.কম: নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার জেলা কারাগারের গেটের সামনে থেকে আবারো নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আটক করে পুলিশ।
এর আগে গত ৫ নভেম্বর বিকেলে চাষাঢ়া থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তারপর থেকে তিনি কারাগারে। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, সাখাওয়াতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে সেগুলো যাচাই করা হচ্ছে।
সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে নির্বাচন করেছিলেন। এছাড়াও আলোচিত সাত খুনের ঘটনায় আন্দোলন করে ব্যাপক আলোচনায় আসেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি।
এদিকে গত বুধবার নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সাখাওয়াত হোসেন খানের পক্ষে ক্রয় করেন তার নেতাকর্মীরা।