ফেনীতে বৃষ্টির জন্য নামাজ আদায়, নামাজ শেষ করার সাথে সাথেই বৃষ্টি শুরু
ইমান২৪.কম: বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে নামাজ আদায় হয়েছে ফেনীর মাথিয়ারায়। আজ শুক্রবার জুমার নামাজের পর তোফাজ্জল হুসাইন জামে মসজিদ সংলগ্ন মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মুফতি মোহাম্মদ আলী।
নামাজের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মুফতি মোহাম্মদ আলী মুসল্লিদের নামাজের বিষয় বুঝিয়ে দিচ্ছেন। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানে বলেন, বৃষ্টির জন্য নামাজ ঈদের নামাজের মতই হবে দুই রকাত, নামাজ শেষে মুনাজাত হবে।
নামাজ ও মুনাজাত শেষে দেখা যায় মুসল্লিরা খুশিতে তাকবির দিচ্ছেন। কারন তাদের সেই রহমতের বৃষ্টি ইতিমধ্যে চলে এসেছে। ভিডিওতে এক মুসল্লি বলেন, আমরা কিছুক্ষণ আগে বৃষ্টির জন্য নামাজ পড়লাম, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, নামাজ শেষে এখন আমরা বৃষ্টিতে ভিজতেছি আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।