ফি’লিস্তিনের দরিদ্র কৃষ’কদের যায়তুন চুরি করছে ইসরায়েলিরা

ইমান২৪.কম: ফিলিস্তিনি মুসলিমদের ওপর হা’মলা করা কিংবা তাদের ফসলি-মাঠ আগুনে জ্বালিয়ে দেয়া ইসরায়েলিদের জন্য নতুন কিছু নয়।

বিভিন্ন ফসলাদি ক্ষেত থেকে ঘরে তোলার মৌসুমে ইহুদিরা মুসলমানদের ফসল পুড়িয়ে দেয়ার মতো অমানবিক ঘটনার জন্ম দিয়েছে অসংখ্যবার।

তবে এবারের ঘটনা ব্যতিক্রম, কিন্তু নতুন নয়। ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে যায়তুনের চাষ হয়, আর ক্ষেত থেকে যায়তুন সংগ্রহের ভর মৌসুম চলছে এখন। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি

জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের ক্ষেতে চাষ হওয়া পরিপক্ক যায়তুন চুরি করছে দখলদার ইসরায়েলি নাগরিকরা। বৃহস্পতিবার গণমাধ্যমটি জানায়, ফিলিস্তিনের পূর্ব সালফিত অঞ্চলের দরিদ্র

কৃষকদের ওপর আক্রমণ করে নিজেদের ক্ষেত থেকে তাড়িয়ে দিচ্ছে তারা। আর এই সুযোগে ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের জমিন থেকে যায়তুন চুরি করে নিয়ে যাচ্ছে। সময় বিশেষ কৃষকের উপস্থিতিতেও

জোরপূর্বক ফসলাদি ছিনিয়ে নিচ্ছে তারা। সালফিতের ইয়াসুফ গ্রামে এ ঘটনা ঘটেছে। ইয়াসুফের গ্রাম-সর্দার খালেদ আ’বিয়ার সূত্রে ওয়াফা জানিয়েছে, এ গ্রামের অন্তত ৮ টি পরিবারের ওপর আক্রমণ করে

নিজেদের ক্ষেত থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ইসরায়েলিরা। এসময় তারা ক্ষেত থেকে যায়তুন সংগ্রহ করছিলো। এই সুযোগ কাজে লাগিয়ে অভিশপ্ত ইহুদিরা এসব ফিলিস্তিনি দরিদ্র মুসলমান কৃষকদের ক্ষেত থেকে যায়তুন চুরি করে নিয়ে যায়।

ফেসবুকে লাইক দিন