ফিলিস্তিনিদের নামে টাকা তুলে নারীদের নিয়ে ফূর্তি করে যুবক

ইমান২৪.কম: ফিলিস্তিনের মুসলিমদের সহায়তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা তুলে প্রতারণার দায়ে ইয়াসিন আরাফাত ফয়সাল নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ওই যুবক সেই টাকাগুলো বেশ কয়েকজন নারীদের পেছনে খরচ করতেন। শনিবার (১২ জুন) তাকে গ্রেফতার করা হয়। ফেসবুকে আবদুল্লাহ আল ফয়সাল নামে ভূয়া আইডি খুলে ফিলিস্তিনের নাগরিকদের পক্ষে পোস্ট করে মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে আত্মসাৎ করতেন ইয়াসিন। সবশেষ বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের নাম ব্যবহার করে বিভিন্ন সময় বিকাশ বা রকেটযুক্ত ফোন নাম্বার ব্যবহার করে সাহায্যের আবেদন করেন।

এই আবেদনে নিজের বিকাশ ও রকেট একাউন্ট জুড়ে দিয়ে প্রতারণা করেছেন ফয়সাল। রমনা থানার ডিসি মশিউর রহমান বলেন, সে ফেসবুকে ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূতের ছবি দিয়েছে। সেখানে ফিলিস্তিনের জনগণকে সহযোগিতা করার জন্য বাংলাদেশি লোকদের কাছে সাহায্য আহ্বান করে।

কাজটি করতে গিয়ে সে নিজের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেছে। এই প্রতারণার অর্থ তিনি ব্যয় করেছেন বিভিন্ন নারীর পেছনে। তিনি আরও বলেন, ফয়সালের একাধিক মেয়ে বান্ধবী রয়েছে। সেই বান্ধবীদের টাকা দিয়ে ফুর্তি করার জন্যই প্রতারণামূলক এ কাজটি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।

ফেসবুকে লাইক দিন