ফিলিপাইনে ক্রসফায়ারের নামে হত্যার অপরাধে ৩ পুলিশের ৪০ বছর কারাদণ্ড
ইমান২৪.কম: ফিলিপাইনে মাদক বিরোধী অভিযান চলাকালে এক কিশোরের হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার তিন পুলিশ সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদেরকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করতে হবে।
দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুর্তেতের মাদক বিরোধী যুদ্ধের ঘটনায় এই প্রথমবারের মতো কোন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হল। বিবিসি ও এএফপি।
অভিযান শুরুর পর দুর্তেতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই রক্তক্ষয়ী দমন অভিযান পরিচালনাকারীদের দায়মুক্তি দেয়া হবে। তবে ২০১৭ সালে ম্যানিলার একটি এলাকায় কিয়ান ডেলোস সান্টোসকে হত্যার দায় তিনি নেবেন না।
ঘটনাটিকে কেন্দ্র করে এই অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। পরে দুর্তেতে এই হত্যাকারীদের দায়মুক্তি দিতে অস্বীকার করেন।
পুলিশ দাবি করেছিল, ১৭ বছর বয়সী ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ক্রসফায়ারে সে নিহত হয়।
কিন্তু সিসিটিভি ফুটেজে দুই পুলিশ সদস্যকে নিরস্ত্র ওই বালককে টেনেহ্যাচড়ে নিয়ে যেতে দেখা গেছে। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।
ডেলোস সান্টোসের পরিবার কান্নাভেজা কণ্ঠে ম্যানিরার উত্তরাঞ্চলের আদালত কক্ষে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের সর্বনিম্ন ২০ বছরের সাজা ভোগ করতে হবে।
পুলিশ দাবি করে, তারা প্রায় ৫ হাজার অভিযুক্ত মাদক ব্যবহারকারীকে হত্যা করেছে। এরা গ্রেফতারের সময় বাধা দেয়ার চেষ্টা করেছিল। মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে, এই অভিযানে নিহতের প্রকৃত সংখ্যা এর অন্তত তিনগুণ বেশী।
আরও পড়ুন: ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী
জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন : সংবাদ সম্মেলনে নজরুল
নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল
সরকারি কর্মকর্তার অনুমতি না পাওয়ায় বন্ধ হলো চন্দনাইশের ইসলামী মহাসম্মেলন
>ইজতেমা মাঠের দখল পেতে মাও. সাদপন্থীদের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা