ফরিদপুর-২ আসনে, সাজেদা চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে
ইমান২৪.কম: ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।
নেতাকর্মীরা সোমবার বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে অবরোধ করে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকা-খুলনা সহাসড়কে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে।
প্রসঙ্গত, রবিবার আওয়ামী লীগের মনোনয়নের চিঠি বিতরণে দ্বিতীয় দিনে ফরিদপুর-২ আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
এরই মাঝে এই আসনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেয়া হয়েছে বলে খবর প্রচার হলে রাস্তায় নেমে পড়েন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নেতা-কর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার জয়বাংলার মোড়ে জড়ো হয়ে সড়কে গাছের গুড়ি ফেলিয়ে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে।
এ সময় নেতাকর্মীরা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিতে হবে বলে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। পরে দুপুর ১২টার দিকে সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে এমন খবরে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা।
আরও পড়ুন: ড. কামাল হোসেন বলেন, যারা ভোটকেন্দ্র পাহারা দেয়ার বিরুদ্ধে কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী
সারাদেশে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের তান্ডব: লাঠি মিছিল হামলা ভাঙচুর সংঘর্ষ