ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার পান করে ১৩ জনের মৃত্যু

ইমান২৪.কম: লকডাউনের কারণে মদ কিনতে না পেরে বিকল্প হিসেবে স্যানিটাইজার পান করে ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাসাম জেলায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ফাস্টমেইলনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ স্থানীয় সকল দোকান থেকে স্যানিটাইজার জব্দ করেছে। খবরে প্রকাশ, অন্ধ্র প্রদেশ সরকার দেশব্যাপী লকডাউন শেষে ৪ মে মদের দোকান আবার চালু করে।

এর পরে সরকার মদের দাম বাড়িয়ে দোকান সংখ্যা কমিয়ে দিলেও মানুষের নেশা কমেনি।

স্যানিটাইজার গ্রহণকারীরা তারপরে পেটে ব্যথা এবং জ্বালা-যন্ত্রণার অভিযোগ করেন, পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার মধ্যরাতের দিকে তিনজন মারা গেছেন, শুক্রবার দশ জন মারা গেছেন। পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

আরও বিশ জন লোক স্যানিটাইজার পান করার কথা স্বীকার করেছেন।

ফেসবুকে লাইক দিন