পুলিশের ব্যারিকেড ভেঙ্গে রাজপথ দখলে নিলো হেফাজতে ইসলাম বাংলাদেশ (ভিডিও)
ইমান২৪.কম: হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এবং পল্টন মোড়ে জড়ো হয়েছে।
ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও ইসলামবিদ্বেষী আচরণের প্রতিবাদে বায়তুল মোকাররম, পল্টন এলাকায় দফায় দফায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা।
মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়, এক পর্যায় নবী প্রেমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনে আগাতে থাকে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিভিন্ন ইসলামী দলের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ, পল্টন মোড় ও আশপাশের এলাকায় এসে জড়ো হন।
তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে জলকামান।’ বিক্ষোভকারীরা জানান, ‘হজরত মোহাম্মদ (সা.) পৃথিবীর শ্রেষ্ঠ মানব। অথচ তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে।’
তারা এ ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করে ফ্রান্স দূতাবাস ঘেরার ঘোষণা দেন।