পুলিশকে চাঁদা না দেয়ায় ট্রাক চালককে মারধর

ইমান২৪.কম: বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় পুলিশকে চাঁদা না দেয়ায় বগুড়াগামী একটি ট্রাকের চালককে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই নুর আলম ট্রাক চালক বকুলকে মারধর করলে অন্যান্য চালকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

আন্দোলনকারী চালকদের অভিযোগ, ট্রাক তল্লাশির নামে চাঁদা দাবি করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই নুর আলম। চাঁদা না দেয়ায় তিনি চালক বকুলকে মারপিট করেন। এতে তিনি আহত হন। সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালের দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে পুলিশ তল্লাশি করছিল। এ সময় ট্রাক চালকদেরর সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর অন্যান্য চালকরা সড়ক অবরোধ করে রাখে।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন