পুরুষদের দাড়ি রাখতেই হবে, নারীরা একা বেরুতে পারবে না: তালেবান
ইমান২৪.কম: আফগানিস্তানে নিয়ন্ত্রণে নেওয়া অঞ্চলগুলোতে শরিয়াহ আইন চালু করেছে তালেবান। দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের খবরে এ তথ্য উঠে এসেছে।
খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব প্রদেশে দখল করা অঞ্চলগুলোতে বৃহস্পতিবার থেকে নতুন আইন চালু করেছে তালেবান।
আফগান পুরুষদের দাড়ি রাখতে, নারীদের পুরুষ অভিভাবক ব্যতীত বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর ও যৌতুক সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে।
এ ধরনের বিধিবিধান জারির মাধ্যমে ৯০ দশকের শরিয়াহ শাসনের দিকেই প্রত্যাবর্তন করছে তালেবান।
ওই সময় শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর, চুরির দায়ে হাত কেটে দেওয়ার বিধান ছিল।