পার্টি সেন্টারে বিয়ের আয়োজন, জরিমানা ৬৫ হাজার টাকা

ইমান২৪.কম: দেশব্যাপী করোনাকালীন সরকারি বিধিনিষেধ অমান্য করে রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুন) করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য বিষয়ক অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদরে সেন্ট্রাল রোড এলাকার ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং অনুষ্ঠানের আয়োজকপক্ষকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, রেস্টুরেন্ট মালিকের পাশাপাশি অনুষ্ঠানের আয়োজক পক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন