পাক-আফগান সীমান্ত দখল করল তালেবান: নিজের পাশ থেকে সিল করে দিলো পাকিস্তান
ইমান২৪.কম: পাকিস্তানের সঙ্গে থাকা আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত দখল করে নিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ২০ বছর পর পাকিস্তানের সঙ্গে থাকা আফগানিস্তানের বর্ডার ক্রসিং ‘বাব দোস্তির’ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। জানা যায়, ইতিমধ্যেই ‘বাব দোস্তি’ থেকে আফগান সরকারের পতাকা নামিয়ে ইমারাতে ইসলামিয়ার সাদা মধ্যে কালো অক্ষরে কালিমা তাইয়্যেবা লেখা পতাকা উড়িয়ে দিয়েছে তালেবান।
এদিকে পাকিস্তান কর্তৃপক্ষ তাদের পাশ থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তালেবান যে বর্ডার ক্রসিং দখল করেছে সেখান দিয়েও সব আটকে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের স্থানীয় সরকারের কর্মকর্তা আরিফ কাকার বলেন, আফগান সীমান্তে তালেবানের উপস্থিতি লক্ষ্য করেছেন তারা।
তবে সেখানে আফগান নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নেই। তাই পাকিস্তান এই সীমান্ত পুরোপুরি সিল করে দিয়েছে। কোনো পণ্য বা মানুষ চলাচলের সুযোগ নেই আর। আফগানিস্তান থেকে দখলদার আমেরিকান সেনা পুরোপুরি প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে, ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তালেবান।