পাকিস্তানে আত্মঘাতী সন্ত্রাসী হামলা, নিহত ২৫
ইমান২৪.কম: শুক্রবার ছুটির দিনে পাকিস্তানে জোড়া বিস্ফোরণ। সকালে প্রথমে করাচির চীনা দূতাবাসের সামনে বিস্ফোরণ হয়। সেই ঘটনার কিছু পরেই পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের হাংগুতে প্রবল বিস্ফোরণ। এই ঘটনায় প্রাথমিকভাবে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের লোকজন বলে জানানো হয়।
জানা গিয়েছে, অউরকজাইয়ের কলায়া এলাকার একটি জুমা মসজিদের কাছে হয় বিস্ফোরণটি। জনবহুল এলাকায় বিস্ফোরণের পর হু হু করে বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে আহতের সংখ্যা। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিনই সকালে আবার করাচির ক্লিনটন এলাকায় চীনা কনস্যুলেটের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় দুই পুলিশকর্মী প্রাণ হারান। আহত হন একজন। বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি। তাদের তিন জঙ্গিই নিহত হয় পাক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে।
শহরটির সহকারি কমিশনার আব্বাস খান রয়টার্সকে জানান, হামলাটি আত্মঘাতী ছিল। নিহতদের মধ্যে দুই জন নিরাপত্তা কর্মী ছিলেন।
আরও পড়ুন: যশোর বিএনপির এমপিপ্রার্থী আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার
৩০ ডিসেম্বরের আগে ওয়াজ-মাহফিলের নিষেধাজ্ঞা আরোপ করেছে (ইসি)
অন্য জোটে যাওয়া না-যাওয়া এখনোই উড়িয়ে দেয়া যায় না: এরশাদ
পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি
শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব: মির্জা ফখরুল