ইসরাইল-আমিরাত চুক্তি প্রত্যাখান করে বিশ্বের ২০০ আলেমের ফতোয়া

ইমান২৪.কম: ইসরাইলকে দেওয়া সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃতি প্রত্যাখান করে ফতোয়া দিয়েছেন বিশ্বের মুসলিম স্কলারদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস’ বা বিশ্ব মুসলিম ওলামা সংঘ।

মসজিদুল আকসা, আল কুদস বা জেরুসালেম ও ফিলিস্তিন দখলকারী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আমিরাতের এমন সম্পর্ককে হারাম ফতোয়া দিয়েছে আলেমদের আন্তর্জাতিক এ সংস্থাটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

বিশ্বের প্রভাবশালী ২০০ আলেম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।

ফতোয়ায় বলা হয়, ইসরাইলের সঙ্গে তথাকথিত এ শান্তিচুক্তি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং অকার্যকর বলে সাব্যস্ত হবে।

তা ছাড়া এটি বড় অপরাধ, সর্বশক্তিমান আল্লাহ তায়ালা ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর সঙ্গে খিয়ানত এবং ফিলিস্তিন ভূমি-জনগণ ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা।

ফেসবুকে লাইক দিন