প’র্ন দেখতে গিয়ে খেলেন ধরা, এবার তিনিই হলেন মন্ত্রী!






ইমান২৪.কম: তিন সপ্তাহ আগে দায়িত্ব পেয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। আর তার ক্যাবিনেটের তিন উপ মুখ্যমন্ত্রীর মধ্যে একজন জড়ালেন তী’ব্র বি’তর্কে। আসেম্বলিতে অধিবেশন চলাকালীন লক্ষ্মণ সাভাদি নামে ওই মন্ত্রীর বিরুদ্ধে প’র্ন দেখার অ’ভি’যোগ উঠেছিল।






ফলে, বিজেপি সাংসদ প্রশ্নের মুখে পড়েন। লক্ষ্মণ সাভদি, গোবিন্দ কারজল এবং আস্বাথ নারায়ণ হলেন নতুন ক্যাবিনেটের ৩ জন উপমুখ্যমন্ত্রী। এছাড়াও পরিবহন দফতরেরও মন্ত্রী এই সাভাদি।






বিজেপি সাংসদ রেনুকাচারায়ান ইয়েদুরাপ্পার কাছে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘যখন উনি (লক্ষ্মণ সাভাদি) হেরে গিয়েছেন তখন তাকে মন্ত্রীর পদে রাখার কি প্রয়োজন।’






লক্ষ্মণ সাভাদি গত নির্বাচনে কংগ্রেসের মহেশ কুমাত্তালির কাছে পরাজিত হন। ২০১২ সালে আসেম্বলি চলাকালীন সাভাদি এবং আরও দুই সংসদের প’র্নো’গ্রা’ফি দেখার জন্য বিজেপি বেশ অস্বস্তিতে পড়ে।






যদিও পরে তিনি জানিয়েছিলেন শিক্ষাগত কারণে রেভ পার্টি নিয়ে জানার জন্যই দেখেছিলেন তিনি। যদিও সেই আসেম্বলি ম্যঙ্গালুরু তে রেভ পার্টি কাণ্ড নিয়েই ছিল। সূত্র: কলকাতা২৪











