পবিত্র রমজান উপলক্ষ্যে ৩ লক্ষ কুরআন হাদিয়া দেয়ার আদেশ
ইমান২৪.কম: পবিত্র মাহে রমজানের প্রথম দিনে সৌদি আরবের বাদশাহ সালমান মক্কা ও মদিনাতে ৩ লক্ষ কুরআন হাদিয়া দেয়ার আদেশ দিয়েছেন।
সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের বরাতে বলা হয়, খাদেমে হারামাইন শরিফাইন বাদশা সালমান বিন আবদুল আজিজ কিং ফাহাদ কুরআন ছাপাখানা থেকে মক্কার গ্র্যান্ড মসজিদে এবং মদিনার মসজিদে নববিতে ৩ লক্ষ কুরআন আগত মেহমানদের রমজানের হাদিয়া হিসেবে দেয়ার আদেশ দেন।

পবিত্র রমজান উপলক্ষ্যে ৩ লক্ষ কুরআন হাদিয়া
জানা যায় পবিত্র কুরআনের এই ৩ লক্ষ কপির মধ্যে দুটি পবিত্র মসজিদ শেখ আবদুর রহমান আস-সুদাইসির তত্ত্বাবধানের ২ লক্ষ কপি মক্কায় ও ১ লক্ষ কপি মদিনায় বিতরণ করা হবে।
আস-সুদাইস বলেন, কুরআন নাজিলের পবিত্র এ মাসে কুরআনের মহিমা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষে কিং সালমান বিন আবদুল আজিজ এ উদ্যোগ নিয়েছেন। কুরআনের সাথে সাথে সারাবিশ্বে কুরআনের বাণী যেনো আল্লাহ তায়ালা পৌঁছে দেন। আমিন।।
আরও পরুনঃ ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম: লেবাননের মুফতি
>মুহাম্মদ (সঃ) এর আর্দশে অনুপ্রাণীত হয়ে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে কিশোরীর ইসলাম গ্রহণ