পঞ্চগড়ে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো ৩০৯টি ঘর
ইমান২৪.কম: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৩৬ পরিবারের ৩০৯টি ঘর ভয়াবহ আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি স্থানীয়রা। কোন রান্নাঘর থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান করছেন তারা।
ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় সব। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে ধান, চাল, মরিচসহ নগদ টাকা। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওই পরিবারগুলোর অধিকাংশই শ্রমিক এবং কৃষক। সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছে। পুড়ে যাওয়া পরিবারদের অভিযোগ, সময়মত ফায়ার সার্ভিস পৌঁছালে এত ক্ষয়ক্ষতি হত না।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সুলতানা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুড়ে যাওয়া ৩৬টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল এবং নগদ অর্থ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। আরো সাহয্য সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: নাজমুল হুদার ঠাঁই হলোনা নৌকায়, ফিরবেন ধানের শীষে!
মনোনীত প্রার্থীদের চিঠি দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল
আ.লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে সাজু
সারাদেশে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের তান্ডব: লাঠি মিছিল হামলা ভাঙচুর সংঘর্ষ
আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ পারবেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল
নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট