নৌকা ডুবে গেছে, এই সরকার টিকতে পারবে না: ডা. জাফরুল্লাহ
ইমান২৪.কম: জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই সরকার টিকতে পারবে না। নৌকা ডুবে গেছে। এই নৌকাকে আর উঠানো যাবে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ বলেন, জনগণ আপনাদের পক্ষে আছে। যেখানে যাই, এটা আমি দেখতে পাই। বাতাস আপনাদের পক্ষে আছে।
সভায় জামায়াতে ইসলামীকে নিয়েও কথা বলেন তিনি। বলেন, অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
জাফরুল্লাহ বলেন, নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। লড়াই করেই ভোট দিতে হবে। গ্রেপ্তার ও গায়েবি মামলা আরও বাড়বে বলেও আশঙ্কা করেন তিনি।
‘আদর্শ নাগরিক আন্দোলন’ ও ‘জাতীয় মানবাধিকার আন্দোলন’ এর যৌথ উদ্যোগে ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এই আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!
এসপি-ডিসি সবকিছুই তাদের, সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে: পার্থ
নির্লজ্জ ইসি, তার চেয়েও নির্লজ্জ সিইসি : মাহমুদুর রহমান মান্না
ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ দখলের আহ্বান জানালো আরেক বিজেপির নেতা!
ভোট কক্ষে ভিডিও বা স্থির চিত্র ধারণ অপরাধ, পর্যবেক্ষকরা কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ নিষেধ
এত কথা বলে কি লাভ সুষ্ঠুভাবে নির্বাচনটা দিন না, দেখেন কে কতটা আসনে জেতে: মির্জা ফখরুল