নৌকার প্রার্থী হবেন না ব্যারিস্টার নাজমুল হুদা
ইমান২৪.কম: ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (৪ নভেম্বর) এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তৃণমূল বিএনপির নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। আদালতে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। এছাড়া আদালতের নির্দেশে এই রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, প্রাক্তন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও শাহদীন মালিক অংশ নেন। এর আগে গত ১৪ আগস্ট রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
নাজমুল হুদা জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করা হয়নি, চালান জমা দেওয়া হয়নি উল্লেখ করে তিনটি কারণ দেখিয়ে তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত সম্বলিত একটি নোটিশ গত ১৪ জুন নির্বাচন কমিশন দলটিকে পাঠায়। ওই নোটিশটি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।
রিটের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন। এর আগে ৬ অক্টোবর শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিজ দল ‘তৃণমূল বিএনপি’র কর্মীদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন দল নিবন্ধন না পেলে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হবেন বলে ব্যারিস্টার নাজমুল হুদা। এখন দল নিবন্ধন পাওয়ায় নৌকার প্রার্থী হতে হবে না নাজমুল হুদাকে।