নেতানিয়াহুকে হটিয়ে শেষ মুহূর্তে ইসরায়েলে সরকার গঠন
ইমান২৪.কম: দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হটিয়ে নতুন সরকার গঠনে জোট করতে সম্মত হয়েছে বিরোধীরা। বুধবার মধ্যরাত পর্যন্ত সরকার গঠনের শেষসময় ছিল। তার কিছুক্ষণ আগে সরকার গঠনের ব্যাপারে একমত হয় বিরোধীরা।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও’র বরাত দিয়ে এমন খবর ছেপেছে রয়টার্স, আলজাজিরা। ইসরায়েলে গত ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অল্প ব্যবধানে জয় পান নেতানিয়াহু। কিন্তু সরকার গঠনে তিনি পর্যাপ্ত আসন পাননি। তখন বিরোধীদের সঙ্গে জোট গঠনের চেষ্টা করেন নেতানিয়াহু।
তবে শেষ পর্যন্ত কার্যত কাউকেই দলে টানতে পারেননি তিনি। এরপরই মূলত বিরোধী মধ্যপন্থী ইয়ের লাপিদের ঘাড়ে সরকার গঠনের দায় চাপে। জাতীয়তাবাদী নাফতালি বেনেটের সঙ্গে মিলে সরকার গঠনে একমত হন লাপিদ। তবে এই জোটে ছোট-বড় বেশ কয়েকটি দল রয়েছে।
লাপিদ ও বেনেট দুজনই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে বর্তমানে প্রধানমন্ত্রী হবেন বেনেট। বেনেটের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী হবেন লাপিদ। লাপিদ ও বেনেটের মধ্যকার সমঝোতা অনুযায়ী, তারা পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
প্রথম দু’বছর বেনেট প্রধানমন্ত্রী হবেন, পরের দু’বছর লাপিদ থাকবেন ওই দায়িত্বে। তবে এই সমঝোতা ইসরাইলি পার্লামেন্ট নেসেটে অনুমোদিত হতে হবে। আগামী সাত থেকে ১২ দিনের মধ্যে সেখানে ভোটাভুটি হবে।
ইসরাইলের এই রাজনৈতিক নাটক নেতানিয়াহুর জন্য বেশ বেদনাদায়ক হচ্ছে। তিনি কেবল ক্ষমতাই হারাচ্ছেন না, সেইসাথে অপরাধমূলক তৎপরতা, প্রতারণা, ঘুষ গ্রহণ, আস্থার লঙ্ঘনসহ বেশ কয়েকটি অভিযোগে মামলার মুখেও পড়েছেন।
এত দিন প্রধানমন্ত্রী থাকায় বেশ কিছু সুবিধা নিয়ে এসব মামলার বিচারপ্রক্রিয়া ঠেকিয়ে রাখতে পেরেছেন। এখন প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটলে তা আর পাবেন না। নেতানিয়াহুর লিকুদ পার্টিই সর্বশেষ নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছিল। কিন্তু তার একসময়ের সহজাত মিত্র বেনেটের কট্টর ডানপন্থী দলটি তাকে সমর্থন না দেয়ায় তিনি সরকার গঠন করতে পারেননি।