নিয়ন্ত্রণ নিতে গজনি শহর ঘিরে রেখেছে তালেবান
ইমান২৪.কম: আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় শহর গজনি জেলার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শহরটি ঘিরে রেখেছে তালেবান যোদ্ধারা। ইতোমধ্যে শহরটি চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে।
সোমবার (১২ জুলাই) আফগান কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য সাধারণ মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে তালেবান যোদ্ধারা।
গজনি প্রদেশের কাউন্সিল সদস্য হাসান রেজাই বলেন, গজনি নগরীর পরিস্থিতি খুবই জটিল। তালেবান সাধারণ মানুষের ঘরবাড়িতে আস্তানা গেড়েছে এবং মার্কিন মদদপুষ্ট আফগান বাহিনীর (এএনডিএসএফ) ওপর গুলি ছুড়ছে।
একারণে তালেবানের বিরুদ্ধে অভিযান চালানো এএনডিএসএফ এর জন্য খুবই কঠিন হয়ে পড়েছে।