নির্বাচন সামনে রেখে মসজিদে মসজিদে ঘুরছেন নরেন্দ্র মোদি
ইমান২৪.কম: লোকসভা নির্বাচন সামনে রেখে নির্বাচনে মুসলিমদের ভোট পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মসজিদে মসজিদে ঘুরছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ইদ্রিস আলি।
ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তৃণমূলের এ নেতা বলেন, এটা ভোটের রাজনীতি। আজ লোকসভা ভোটের আগে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী মুসলিম দরদি হয়ে উঠলেন।
আলি আরো বলেন, নরেন্দ্র মোদি একসময় সবার সামনে মুসলিমদের টুপি পরতে চাননি আর আজ তিনি মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছেন। এসব চালাকি মুসলিমরা বোঝে। এভাবে উনি সংখ্যালঘুদের ভোট পাবেন না। একদিকে তাদের উপর নির্যাতন করছে, বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করছেন। এগুলো মুসলিমরা বুঝে।
রাজনীতিতে কংগ্রেসের হাত ধরে হাতেখড়ি ইদ্রিস আলির। রাজনীতি করছেন প্রায় ৪০ বছর। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন তিনি তৃণমূলের এমপি।
আলি বলেন, পুরো বাংলায় বিজেপি অশান্তি ছড়াতে চাইছে। হিন্দু-মুসলিমের মধ্যে অশান্তি-বিভেদ ছড়াচ্ছে তারা। মুসলিমদের গোপনে জরিপ করছেন।
ইদ্রিস আলির বক্তব্য হলো, পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ মুসলিম ভোটের সিংহভাগ পেয়ে থাকে তৃণমূল। এবার সেই ভোটে ভাগ বসাতে মোদি চালাকির আশ্রয় নিয়েছে। কিন্তু মুসলিমদের একটিও ভোট বিজেপি পাবে না। মুসলিমরা চেনে কে বন্ধু কে শত্রু।
বিজেপির কারণে আজ বাবরি মসজিদ নিয়ে এক কাহিনী হচ্ছে। আজ যারা বাবরি মসজিদকে ফিরিয়ে দিতে পারবে তারাই ক্ষমতার যোগ্য বলে মনে করি আমি।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন মুখোমুখি; যে কোনো সময় যুদ্ধ
ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী
জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন : সংবাদ সম্মেলনে নজরুল
নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল
সরকারি কর্মকর্তার অনুমতি না পাওয়ায় বন্ধ হলো চন্দনাইশের ইসলামী মহাসম্মেলন
>ইজতেমা মাঠের দখল পেতে মাও. সাদপন্থীদের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা