নির্বাচন বানচালের জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে : কাদের
ইমান২৪.কম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাঙালির ইতিহাস একদিকে যেমন বীরত্বগাঁথায় ভরপুর, অন্যদিকে বিশ্বাসঘাতকতার অনেক ঘটনাও আছে। আজ নয়া পল্টনে যে ঘটনা ঘটেছে তা সবাই দেখেছে। সম্পূর্ণ বিনা উসকানিতে এটা হয়েছে।
মির্জা আব্বাসের নেতৃত্বে তারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে। তিনি বলেন, ১৩ জন পুলিশ মারাত্বক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। তারা স্বরূপে আবির্ভূত হয়েছে, পুলিশের উপর সাঁড়াশি হামলা চালিয়েছে। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর, নির্বাচন বানচালের জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে, ২০০১ সালে তারা যা করেছে, ২০১৪ সালে যা করেছে তা আজ আবার করল। তারা নির্বাচন বানচাল করতে চায়, তারা জননন্দিত শেখ হাসিনার সরকারকে হঠাতে চায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ মিথ্যার বেসাতি কেন করলেন, সব পুলিশকে সরিয়ে দেয়া হয়েছে, পুলিশ ছিল নীরব দর্শক, আমাদের মনোনয়নপত্র বিক্রির সময় আরও বেশি লোক সমাগম হয়েছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের পর এ হামলার কথা শুনেছেন, তিনি সবাইকে ধর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন।