নির্বাচন পেছানোর বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে ইসি: ড. কামাল

ইমান২৪.কম: সংসদ নির্বাচন পেছানো হবে কি না, বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে ঐক্যফ্রন্টকে। ইসির সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) আমাদের নির্বাচনে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁরা বলেছেন, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। তাঁরা ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। আশা করি তাঁরা সহযোগিতা দেবেন।’

ড. কামাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত সংঘর্ষের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, এটি সরকারি বাহিনীর উৎসাহী কাজ। নির্বাচন পেছানো হবে কি না, সে বিষয়ে কামাল হোসেন বলেন, ইসি বলেছে তারা বিষয়টি বিবেচনা করবে।

ব্রিফিংয়ে ইসির বৈঠক নিয়ে বিস্তারিত কথা বলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ : প্রধানমন্ত্রী

এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ: মির্জা ফখরুল

১৪ দলের সাথে বৈঠক শেষে বিকল্পধারার মহাজোটে যোগদানের সিদ্ধান্ত

ফেসবুকে লাইক দিন