নির্বাচনে থাকা না-থাকা ইসি ও সরকারের ওপর নির্ভর করছে: মির্জা ফখরুল
ইমান২৪.কম: ইসির সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মির্জা ফখরুল ব্রিফিংয়ে বলেন, ‘বিরোধী দলের নির্বাচনে টিকে থাকাটা ইসি ও সরকারের আচরণের ওপর নির্ভর করছে। আমরা ইভিএম ব্যবহার করতে না করেছি। ইসি বলেছে, তারা সিটি করপোরেশন এলাকায় সীমিত আকারে এসব ব্যবহার করবে। সেনা মোতায়েন প্রসঙ্গে ইসি বলেছে, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তবে প্রতি কেন্দ্রেই সেনা মোতায়েন করা যায় কি না, তা ইসি বিবেচনা করবে।’
মির্জা ফখরুল বলেন, ‘গণভবনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। এটা সরকারি ভবন। এটা প্রধানমন্ত্রী পারেন কি না, সে বিষয়ে আমরা ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।’ ইসি বলেছে, ‘তারা এটি খতিয়ে দেখবে।’
ফখরুল বলেন, বৈঠকে জনপ্রশাসনে রদবদল, বদলি ও গায়েবি মামলা প্রভৃতি বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি বলেন, কেন্দ্র থেকে নির্বাচনের খবরাখবর সম্প্রচার নিয়ে ইসির সঙ্গে কথা হয়েছে। ইসি বলেছে, সাংবাদিকেরা নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে পারবে। কিন্তু কেন্দ্রের ভেতরে থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে না।
ফখরুল বলেন, ‘আমরা ইসিকে বলেছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাঁকে ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। ইসি বলেছে, তারা বিষয়টি দেখবে।’
ব্রিফিংয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘ইসি আমাদের সব কথা শুনেছে। প্রতিবারই শোনে। তবে তারা কতটা পালন করবে, তা জনগণ দেখবে।’
প্রসঙ্গত, নির্বাচনের তারিখ এক মাস পেছানোর মূল দাবি নিয়ে আজ ইসির সঙ্গে বৈঠক করে ঐক্যফ্রন্ট। এতে এই জোটের ১৪ নেতা অংশ নেন। বেলা সাড়ে তিনটায় ইসি কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়।
আরও পড়ুন: ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ : প্রধানমন্ত্রী
এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ: মির্জা ফখরুল
বড় ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ
নির্বাচন পেছানোর বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে ইসি: ড. কামাল
১৪ দলের সাথে বৈঠক শেষে বিকল্পধারার মহাজোটে যোগদানের সিদ্ধান্ত