নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে ২৩ দলীয় জোট, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ঐক্যফ্রন্টের বৈঠক চলছে
ইমান২৪.কম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি ও বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দল অংশ নিবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সন্ধ্যায় বৈঠক করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি এবং ২০ দলীয় জোট নেতারা। ওই বৈঠকেই নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। তবে শনিবারের বৈঠকে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে মিশ্র মতামত দিয়েছেন শরিক দলের নেতারা।
জোটের বৈঠক শেষে কয়েকজন নেতা এসব তথ্য জানিয়েছেন। তারা বলেন, আজকের বৈঠকে আগামী নির্বাচনে যাওয়া বা না যাওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব দল নিজেদের মতামত দিয়েছে। চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে আরো সময় লাগবে। তবে নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে অংশ গ্রহণের বিষয়েই বেশি মতামত এসেছে কয়েকটি শরিক দল জানিয়েছে, বিএনপি নির্বাচনে অংশ নিলে তারাও অংশ নেবে। এছাড়াও নির্বাচনে অংশ নিলে পরবর্তী অবস্থা কেমন হবে আর না নিলে কেমন হবে এসব বিষয়ে সবাই নিজেদের মতামত তুলে ধরেছেন।
এছাড়া ২৩ দলীয় জোট যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নিজ নিজ দলীয় প্রতীকে অংশ নেবেন জোটের শরিকরা। তবে যাদের দলের নিবন্ধন নেই তারা জোটগতভাবে ধানের শীষ প্রতীকে অংশ নেবে। বিষয়টি নিশ্চিত করে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, আমি ও আমার দল নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেব। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার পরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩ দলীয় জোটের বৈঠক শুরু হয়।
বৈঠকে ২৩ দলীয় জোটের নেতাদের মধ্যে জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে উলামায়ে ইসলামের নূর হোসেন কাসেমী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিকেল ৫টার দিকে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থায়ী কমিটির বৈঠক শেষে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে দলটি। এরপর রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে কি না।
আরও পড়ুন: স্কুলের বেতনের টাকা দিতে না পারায় অভিমানে ছাত্রীর আত্মহত্যা
ইরান থেকে আবার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করবে জাপান