নির্ধারিত সময়ের পর আমেরিকার সেনা আফগানিস্তানে অবস্থান করলে জবাব দেওয়া হবে: তালেবান
ইমান২৪.কম: তালেবান জানিয়েছেন, নির্ধারিত সময়ের পর কোনো আমেরিকান সেনা আফগানিস্তানে অবস্থান করলে এর প্রতিক্রিয়া দেখানোর অধিকার রয়েছে।
বেঁধে দেওয়া সময়ের পরও সাড়ে ছয়শ আমেরিকার সেনা আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একথা জানিয়েছেন তালেবান।
তালেবানের মুখপাত্র সুহেল শাহীন আল-জাজিরাকে একথা বলেন।
সুহেল শাহীন আরও বলেন, আমেরিকা যদি তা করে তবে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ বন্ধে কাতারের দোহায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও তালেবানের মধ্যে যে চুক্তি হয়েছে তা স্পষ্ট লঙ্ঘন হবে।
এরআগে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র আগামী দু’সপ্তাহে মূল বাহিনীর সেনা প্রত্যাহার সম্পন্ন করার পরও কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেখানে ৬৫০ জন মতো সেনা রাখতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।