করোনার মরণ থাবায় শেষ ভারত, আবার নয়া রেকর্ড
ইমান২৪.কম: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনার প্রকোপ।
এদিকে পার্শ্ববর্তী দেশ ভারত যেন করোনার মরণ থাবায় দিশেহারা হয়ে পড়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের নিত্য নতুন রেকর্ড গড়ে দেশটিতে ছড়িয়ে যাচ্ছে মহামারি এই ভাইরাস।
গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার নতুন রেকর্ড জন্ম নিয়েছে। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছেন রেকর্ড সর্বোচ্চ ১৮ হাজার ১৮৫ জন।
দেশটিতে প্রায় ৭৬ লাখ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ৪ লাখ ৯১ হাজারের মতো মানুষ। বৈশ্বিক সংক্রমণের তালিকার চতুর্থ অবস্থানে ভারত।
৪০১ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। এদিকে মৃত্যু আর সংক্রমণে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র।
রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনার সংক্রমণ আর মৃত্যু।
ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। প্রতিবেশী পাকিস্তানে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৪ হাজার মানুষ। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের।