নিজেদের ভিতর একটি খসড়া কমিটি করেছে আনাসপন্থীরা
ইমান২৪.কম: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর দুই পক্ষের এক হওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, নতুন কমিটি ঘোষণার সংগে সংগে মুফতি ফয়জুল্লাহ, শফীপুত্র আনাস মাদানী ও মাওলানা মাইনুদ্দিন রুহীদের অংশ নিজেদের মধ্যে জরুরী বৈঠকে বসেন। ওই বৈঠকে তারা একটি খসড়া কমিটি করেছেন।
ওই সূত্র জানিয়েছেন, বাবুনগরী ও নুরুল ইসলাম জেহাদীর সংগে বেশ কিছুদিন ধরে তাদের আলোচনা চলছে। যার কারণে গত ২ মে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের ব্যানারে তারা হেফাজতে’র নাম ব্যবহার করেননি। নতুন কমিটি ঘোষণায় তাদের নাম না থাকায় হতাশ হয়েছেন।
শফীপন্থীদের নীতি নির্ধারকদের অন্যতম এক নেতা বলেন, আজকে (৭ জুন) রাতে নতুন কমিটির নেতাদের সংগে তারা বৈঠকে বসবেন। সেখানে যদি সমঝোতা হয় তাহলে একসংগে পথ চলবেন। আর যদি কোনো ধরনের সমঝোতা না হয়, তাহলে আগামী ১০ জুন গণমাধ্যমে একটি সিদ্ধান্ত জানাবো।
হেফাজতে’র প্রতিষ্ঠাকালীন কমিটির নেতা মাওলানা আলতাফ বলেন, কমিটি ঘোষণা হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি। সময়মতো আপনাদের জানাবো।
এই বিষয়ে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বলেন, হেফাজত একটাই। কোনো গ্রুপ নেই। গত ২ মে প্রেস ক্লাবে তারা (মুফতি ফয়জুল্লাহ ও শফীপুত্র আনাস মাদানী) আল্লামা আহমদ শফী’র ভক্তবৃন্দের নামে কর্মসূচি পালন করেছেন।