নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল

ইমান২৪.কম: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফারুকের মনোনয়ন বাতিল করে তার বদলে মনোনয়ন দেয়া হয়ছে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে।

নায়ক ফারুককে এর আগে দলিয় মনোনয়ন দেয়া হলেও সেটি বাতিল করা হয়েছে বলে দলটির সূত্রে জানা যায়।

রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চিত্রনায়ক ফারুককের হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়েছিল।

রাজধানী ঢাকার গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য (এমপি) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।

ইতিপূর্বে গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক ফারুক। বর্তমানে ওই আসনে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, ফেসবুকে কয়েকদিন ধরে চিত্রনায়ক ফারুকের ইসলাম বিষয়ক একটি বিতর্কিত বক্তব্য ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী

দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে: মাহী বি. চৌধুরী

যে অদৃশ্য কারণে স্থগিত করা হলো কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বোর্ডসভা!

সারাদেশে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের তান্ডব: লাঠি মিছিল হামলা ভাঙচুর সংঘর্ষ

আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ পারবেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট

ফেসবুকে লাইক দিন