নারিকেলের ভেতর ফেনসিডিল পাচার, আটক ১
মাদারীপুরে নারকেলের ভেতরে ফেনসিডিল ভরে পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাজিতপুরের কাঠেরপুল এলাকায় কয়েক ব্যক্তি মাদক পাচার ও বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোবারেক হোসেন ও এএসআই আল-আমিন খন্দকারসঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাতে থাকা বাজারের ব্যাগে তিনটি নারিকেল উদ্ধার করে। পরে নারকেল ভেঙ্গে খোসার ভিতর থেকে ১২পিস ফেনসিডিলসহ হাবিবুর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমান সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মারকা এলাকার তাছের আলী সরদারের ছেলে।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নারকেলের ভেতর ফেনসিডিল পাচার কালে একজনকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।