নাতির আবদার মেটাতে গিয়ে সড়কে প্রাণ গেল দাদার
ইমান২৪.কম: নাতির আবদারে হোটেলে নাস্তা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দাদা সাবেক পুলিশ সদস্য সুলতান মিয়া।
এ ঘটনায় নাতি সোয়াদ ও তার চাচা গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে রংপুর জেলার নজিরের হাটে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নাতি সোয়াদের আবদারে বাড়ি থেকে বের হয়ে চাচা রনিসহ নজিরের হাটে মোটরসাইকেল যোগে রওনা দেন দাদা সুলতান মিয়া।
নজিরেরহাটে উঠা মাত্রই বালুর ট্রলিরসাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুলতান মিয়া মারা যান।
গুরুতর আহত অবস্থায় সোয়াদ ও রনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।