নাজমুল হুদার ঠাঁই হলোনা নৌকায়, ফিরবেন ধানের শীষে!
ইমান২৪.কম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে ধানের শীষ প্রতীকেই ফিরছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।
বিএনপি ছেড়ে একাধিকবার দল পাল্টানো এই নেতা নৌকা প্রতীকে নির্বাচনে লড়তে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্রও কিনেছিলেন। তবে শেষ পর্যন্ত ঠাই না হওয়ায় অবশেষে পুরোনো ঠিকানায় ঠাঁই নিচ্ছেন আলোচিত এই নেতা। মঙ্গলবার (২৭ নভেম্বর) এক সূত্রের খবর বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রের দাবি, শেষ মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন সদ্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র তোলা নাজমুল হুদা। তবে বিএনপি ফিরে তিনি নির্বাচন করবেন না। নির্বাচন করবে তার কন্যা। কিন্তু তিনি সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে থাকবেন। এ দিকে নাজমুল হুদাও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন। বিষয়টি এক প্রকার এড়িয়ে যাচ্ছেন।
তবে সূত্র বলছে, পুনরায় বিএনপিতে ফেরার বিষয়ে এখনই মুখ খুলতে গেলে পুলিশি হয়রানিতে পড়বেন নাজমুল হুদা। কিন্তু লন্ডনে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সোমবার একাধিকবার কথা বলেছেন ব্যারিস্টার হুদা। আলোচনাও ইতিবাচক হয়েছে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠনে প্রার্থী তালিকা দেয় তৃণমূল বিএনপি নেতৃত্বাধীন ৩১ দলীয় বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)। জোট গঠনে আওয়ামী লীগকে ২৬ আসনের প্রার্থী তালিকাও দেয় এই নাজমুল হুদা।
এছাড়া সাবেক বিএনপির এই নেতা একাধিকবার দল নিয়ে নানা সময় সমালোচনাও করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেবেন বলেও একাধিকবার ঘোষণাও দেন নাজমুল হুদা।
এছাড়াও ঘুষ গ্রহণের মামলায় দণ্ডিত থাকা বিএনপির সাবেক এই নেতা ও বর্তমান তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে আগেই খবর প্রকাশ হয়। তবে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে রায় স্থগিতের জন্য আবেদন করলে উচ্চ আদালতের রায়ের ওপর নির্ভর থাকতে হবে তার নির্বাচনে অংশগ্রহণ।
উল্লেখ্য, নিজ দল বিএনপি ছেড়ে প্রথমে তৃণমূল বিএনপি পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে যোগদান করে সমালোচিত হন সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা।
সূত্রঃ অধিকার নিউজ
আরও পড়ুন: মনোনীত প্রার্থীদের চিঠি দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল
আ.লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে সাজু
সারাদেশে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের তান্ডব: লাঠি মিছিল হামলা ভাঙচুর সংঘর্ষ
এবার ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন ড. কামাল হোসেন
আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ পারবেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল
নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট