নতুন গিলাফে আবৃত হলো পবিত্র কা’বা শরীফ
ইমান২৪.কম: কা’বা শরীফকে নতুন কিসওয়া তথা গিলাফ দ্বারা আবৃত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে হারামের পরিচ্ছন্ন কর্মীরা মক্কা-মদিনার প্রধান ব্যবস্থাপক শাইখ আব্দুর রহমান আল সুদাইসের নির্দেশে কা’বার গিলাফ পরিবর্তন করেন।
শাইখ সুদাইস কা’বার গিলাফ পরিবর্তনের জন্য ২০০ জন্য সৌদি কর্মচারীকে নিযুক্ত করেছেন।
গিলাফে ৬৭০ কেজি ওজনের উচ্চ গুণমানের কাপড়, ১২০ কেজি ওজনের স্বর্ণের সূতা এবং ১০০ কেজি ওজনের সিলভারের সূতা ব্যবহার করা হয়েছে।
প্রতি বছর হজ্বের আগে পরিবর্তন করা হয় কা’বা শরীফের গিলাফ।
তবে প্রাথমিকভাবে গিলাফের নিচের অংশ কিছুটা উপরে তুলে সাদা কাপড় দিয়ে বেষ্টনী দেওয়া হয়।