নতুন কমিটি ঘোষণা নিয়ে আনাস মাদানী যা বললেন

ইমান২৪.কম: হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণার বিষয়ে আনাস মাদানী সংবাদমাধ্যমকে বলেন, উনারা কমিটি ঘোষণা করুক। এরপর আমাদের বক্তব্য আমরা দেবো।

হেফাজতে ইসলামের শফীপন্থী হিসেবে পরিচিত মাওলানা মঈনুদ্দিন রুহী বলেন, হেফাজতে ইসলামের নামে তারা যে কমিটি ঘোষণা করতে যাচ্ছেন, সেটিকে গত ২ জুন আমরা সংবাদ সম্মেলনে পকেট কমিটি বলেছি। এটাই এখনও আমাদের বক্তব্য।

তিনি দাবি করেন, উনাদের (বাবুনগরীপন্থী) কমিটি মানেনি এবং মানছে না এমন অনেকেই আছে। তাদের ৫ সদস্যদের আহ্বায়ক কমিটি অনেকেই মানেনি।

আরো পড়ুন>> বাংলাদেশে জুনায়েদ বাবুনগরীকে আমীর এবং নুরুল ইসলাম জেহাদীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ঢাকার খিলগাঁ এলাকায় একটি মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে মি. জেহাদী আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিাটি ঘোষণা করেন।

তিনি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। সম্প্রতি গ্রেপ্তার হওয়া মামুনুল হক এবং আজিজুল হক ইসলামাবাদীসহ যারা ইসলামপন্থী বিভিন্ন দলের সাথে জড়িত, তাদের অনেককে এই কমিটিতে রাখা হয়নি।

অন্যদিকে কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমদ শফীর বড় ছেলে মোঃ ইউসুফকে হেফাজতের নতুন কমিটিতে সহকারি মহাসচিব করা হয়েছে।

তবে আহমদ শফীর মৃত্যুর পর তার ছোট ছেলে আনাস মাদানীর নেতৃত্বে একটি অংশ সংগঠনটির নেতৃত্বে জুনায়েদ বাবুনগরীকে মেনে নেয়নি। এই অংশটিকে হেফাজতের নতুন কমিটিতে রাখা হয়নি।

ফেসবুকে লাইক দিন