ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

ইমান২৪.কম: করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ কিছুটা কমেছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন।

আজ বুধবার দুপুরে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজের বরাতে তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়া সংক্রমণ কিছুটা কমেছে। তাকে অক্সিজেন দেয়ার মাত্রাও গতকালের থেকে কমেছে।

তিনি পুর্বের চেয়ে ভালো বোধ করছেন। ফরহাদ হোসেন আরও বলেন, জাফরুল্লাহ স্যারের শারীরিক অবস্থা আগের থেকে ভালো।

তিনি নিজেই খাবার গ্রহণ করছেন। এর আগে, গত ৪ জুন যখন ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস শুরু হয়, সে সময় শারীরিক অবস্থার কারণে ডায়ালাইসিস সম্পন্ন করা যায়নি।

যে কারণে তার শারীরিক অবস্থার ‘একটু অবনতি’ হয়। ওইদিন তার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। ৫ জুন সারাদিনই তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।

ওই দিন রাতে তৃতীয়বারের মতো তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার কিডনি ডায়ালাইসিসও ভালোভাবে সম্পন্ন করা গেছে।

৫ জুনের তুলনায় পরের দিন (৬ জুন) ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা ভালো ছিল। ওই দিনও তার কিডনি ডায়ালাইসিস করা হয়েছে।

৭ জুন বিকালেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। একইসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে গত ৭ জুন আবারও তার করোনা পরীক্ষা করা হয়েছে।

সেই পরীক্ষায় দেখা গেছে, তার শরীরে খুব অল্প পরিমাণ করোনা ভাইরাসের উপস্থিতি আছে। ইতোপূর্বে তার অ্যান্টিবডি পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছিল, তার শরীরে যথেষ্ট পরিমাণে অ্যাটিবডি তৈরি হয়েছে।

ফেসবুকে লাইক দিন