দৌলতপুরে বাদশাকে আ.লীগের মনোনয়ন দেওয়ায় ঝাড়ু মিছিল, পুলিশের ফাঁকা গুলি

ইমান২৪.কম: দৌলতপুর (কুষ্টিয়া-১) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সরওয়ার জাহান বাদশাকে দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিনের সমর্থকরা দ্বিতীয় দিনের মত সোমবার বিকালে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে ঝাড়ু মিছিল করেছে। এসময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

সকাল ৭ থেকে কয়েক হাজার নারী ও পুরুষ সমর্থক এবং নেতাকর্মী প্রাগপুর সড়কের থানা মোড় থেকে সড়কের দু-পাশে অবস্থান নেয়। এসময় নেতাকর্মীরা সরওয়ার জাহান বাদশার দলীয় মনোনয়ন বাতিল করে আফাজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওবার দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। তারা অবিলম্বে এ মনোনয়ন বাতিল করে আফাজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওবার দাবি জানান।

এর আগে রবিবার বেলা ৩টায় কয়েকহাজার নেতাকর্মী তারাগুনিয়া শহরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে আগুন জালিয়ে বিক্ষোভ করেন। এ সময় কয়েকশত যানবাহন আটকা পড়ে।

যুবলীগ নেতা আব্দুর রশিদ জানান, ঘোষিত মনোনয়ন বাতিল করে আফাজকে মনোনয়ন না দেয়া পর্যন্ত তারা রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান করবেন । হঠাৎ পুলিশ বিনা উস্কানিতে আমাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

ঢাকায় অবস্থানরত দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ জানান, দৌলতপুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভিবাবক মনে করে এবং মনে প্রাণে ভালোবাসে। তাই কোন ভুইফোড় নেতাকে মেনে নেবে না বলেই তারা স্বপ্রাণোদিত হয়ে আন্দোলন করছে। বিকালে মহিলা কর্মীরা ঝাড়ু মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে ফাঁকা গুলি চালিয়েছে বলে তিনি শুনেছেন।

দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিশৃংখলা এড়াতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

আরও পড়ুন: নাজমুল হুদার ঠাঁই হলোনা নৌকায়, ফিরবেন ধানের শীষে!

মনোনীত প্রার্থীদের চিঠি দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল

আ.লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে সাজু

সারাদেশে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের তান্ডব: লাঠি মিছিল হামলা ভাঙচুর সংঘর্ষ

আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ পারবেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট

ফেসবুকে লাইক দিন