দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে: মাহী বি. চৌধুরী

ইমান২৪.কম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক আলোচনা করেছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। বৈঠকে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে কি না এই বিষয়ে কিছু জানাননি মাহী। তবে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় আগামী দিনের কর্মকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই দুই নেতা বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মাহী বলেন, আলোচনা মানেই কিন্তু সিট কিংবা আসনের জন্য নয়। আমরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করছি।

দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে দাবি জানিয়ে বিকল্পধারার এই নেতা বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।’

নির্বাচনকে ঘিরে এক ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে যাওয়ার একটি পাঁয়তারা করছে। আর সে বিষয়ে নির্বাচনী কৌশল নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

মাহী বি চৌধুরী বলেন, ‘যে কোনোভাবে নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার একটা উছিলা মনে হয় খুঁজছে বিএনপি-জামায়াতের নতুন জোট। সেই কারণে আমরাও আলোচনা করছি যে আমাদের কর্মকৌশল কী হবে, কীভাবে আমরা নামব, কেননা আমরা সম্পূর্ণভাবে নির্বাচনী পরিবেশে বিরাজমান। এখনও কোথাও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে নির্বাচন থেকে তারা বেরিয়ে যেতে পারে। তারা এ ধরনের পাঁয়তারা করছে।’

এ সময় বিএনপি-জামায়াত নির্বাচন থেকে বেরিয়ে যাবে বলে কেন মনে হচ্ছে বলে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘সেগুলো নিয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনা চলছে। এখন পর্যন্ত তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে, তাতে এটাই মনে হচ্ছে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে না।’

আলোচনায় কয়টি আসনের দাবি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে বিকল্পধারার যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে দেশে ৩০০ আসনে নির্বাচন করব। এখানে আমরা এবং আওয়ামী লীগ জোটের মধ্যে কোনো পার্থক্য নেই।’

সবশেষে জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে আসেন বিকল্পধারার এই নেতা।

এ দিকে বিকল্পধারা ও যুক্তফ্রন্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কথা রয়েছে।

এর আগে বিকল্পধারা বাংলাদেশ নিয়ে মাহী প্ল্যান বি এর পরিকল্পনার কথা জানান। এই বিষয়ে তিনি বলেছিলেন, ‘প্ল্যান এ’ হলো প্রচলিত রাজনীতি, যা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। তাই ‘প্ল্যান বি’তে যাওয়ার প্রয়োজন পড়েছে। যারা নতুনভাবে বাংলাদেশকে দেখতে চায় তারাই এতে থাকবে।

মাহী বি চৌধুরী আরও বলেন, ‘জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এর মূল কারণ যারা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা জন্মেছিলেন ভারতবর্ষে, বেড়ে উঠেছেন পাকিস্তানে। অথচ আমাদের প্রজন্মের সব কিছুই বাংলাদেশে।’

এর আগে বর্তমান বিরোধীজোট ঐক্যফ্রন্টের সঙ্গে থেকে বিএনপির কাছ থেকে ১৫০ আসন দাবি করেছিলেন মাহী বি চৌধুরী। তবে শেষ পর্যন্ত আসন বণ্টন নিয়ে সমঝোতা না হওয়ায় ঐক্যফ্রন্ট ছাড়ে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা।

আরও পড়ুন: নাজমুল হুদার ঠাঁই হলোনা নৌকায়, ফিরবেন ধানের শীষে!

মনোনীত প্রার্থীদের চিঠি দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল

আ.লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে সাজু

সারাদেশে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের তান্ডব: লাঠি মিছিল হামলা ভাঙচুর সংঘর্ষ

আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ পারবেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট

ফেসবুকে লাইক দিন