দেশে লকডাউনের আদেশ দেওয়া হয়নি: মন্ত্রিপরিষদ সচিব
ইমান২৪.কম: দেশে করোনার সংক্রমণ ঠেকাতে ৭ দিনের জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা লকডাউন নয় বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এটাকে কঠোর নিষেধাজ্ঞা বলে উল্লেখ করেছেন তিনি। সোমবার (৫ এপ্রিল) অনলাইনে মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।
সচিব বলেন, নিষেধাজ্ঞা বলেছি, আমরা লকডাউন ঠিক বলি নাই। আমরা বলে দিয়েছি অফিস-আদালত যত কম লোক দিয়ে অফিস চালাতে পারে। তবে দেখি আমরা ৭ দিন পর কী অবস্থা হয়।
এরপর বৃহস্পতিবার আবার সিদ্ধান্ত নিব। তিনি বলেন, রমজানের সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।
এরমধ্যে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সচিব আরও বলেন, ভ্যাকসিন কার্যক্রম কি ৮ তারিখ থেকে চলমান থাকবে কি না এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে।
তবে এ বিষয়টি প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন কার্যক্রম যে ৮ তারিখ থেকে শুরু হওয়ার কথা তা যথারীতি চলবে।