দেশে আজ কোনও গণতন্ত্র নাই

ইমান২৪.কম: দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘বর্তমানে দেশের যে পরিস্থিতি এ থেকে বোঝা যায় দেশে আজ কোনও গণতন্ত্র নাই।’ শনিবার ১০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা জনগণ’ এর ব্যানারে মানুষ ও পরিবেশের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ‘কোনও দেশে যদি দেখা যায় নদী-নালা-খাল-বিল দখল হচ্ছে তাহলে বোঝা যাবে সে দেশের মানুষ ভালো নাই। আবার মানুষ যদি গুম খুন নির্যাতন হয় তাহলে বোঝা যাবে সে দেশের পরিবেশ ভালো নেই। বর্তমান বাংলাদেশে এই পরিস্থিতি চলছে।’ ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান দেশে ডিজিটাল আইন তৈরি করা হয়েছে। যার মধ্য দিয়ে দেশের জনগণের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষে তারাই যারা ডিজিটাল আইন বাতিল চায়। যারা শহীদুল ইসলাম এর মুক্তি চায়। এবং যারা দেশকে ভারতের কাছে বিক্রি করবে না তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা।’ মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ে শিক্ষক তানজিম উদ্দিন খান বলেন, ‘বর্তমান সরকার দেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম অত্যাচার নির্যাতন করে দেশটাকে কারাগারে পরিণত করেছে। গোটা বাংলাদেশ আজ একটা কারাগার।’

তিনি বলেন, ‘দেশের মানুষ স্বৈরাচারি পন্থা থেকে মুক্ত হতে পারছে না। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। রাস্তাঘাটে চলতে ভয় পায়। কখন আইন-শৃঙ্খলা বাহিনী ও হেলমেট বাহিনী দ্বারা আক্রান্ত হয়।’ এর থেকে মুক্ত হতে হলে স্বাধীন দেশে জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় বক্তারা প‌রি‌বেশ দূষ‌ণের প্রতিবা‌দে মু‌খোশ প‌রে এবং ডি‌জিটাল আইন বা‌তি‌লের দা‌বি‌তে প্রতীকী কলম হাতে প্রতিবাদ জানান।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন