দেশের সকল আইন আদালত বন্ধ করে দেওয়া হবে

ইমান২৪.কম: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, ‘তফসিল পিছিয়ে দিন। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তা না হলে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট দেশের সকল আইন আদালত বন্ধ করে দেবে।’

মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ ড. কামাল হোসেনের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে তা সারাদেশে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট!

অসংগতিতে ভরা মামলা দিয়েই গণস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখলের চেষ্টা

ফেসবুকে লাইক দিন