দেশের জনগণ কোনো স্বীকৃত দুর্নীতিবাজকে নির্বাচিত করবে না: দুদক চেয়ারম্যান
ইমান২৪.কম: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি দেশের জনগণ কোনো স্বীকৃত দুর্নীতিবাজকে নির্বাচিত করবে না। আর সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচনে অংশ নিলে সে বিষয়ে নির্বাচন কমিশনই ব্যবস্থা নেবে। আবার যারা আমাদের জনপ্রতিনিধি হবেন, তারাও সঠিক তথ্যের মাধ্যমেই হবেন।
সোমবার এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা জানান।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে মুখোশ উন্মোচন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নেই। নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের কাজ করে যাবো।
‘যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা চাইবো নির্বাচন কমিশনে তারা তাদের সঠিক সম্পদের হিসাব জমা দেবেন। গোলমাল দেখলেই আমি আমার কাজ করবো। ব্যবস্থা নেবো।’
ইকবাল মাহমুদ বলেন, আমরা কখনই স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশনকে বলবো না ক,খ,গ বা অন্য কেউ এমন, এর বিরুদ্ধে ব্যবস্থা নাও।
‘চারদিকে কেবল সমস্যার পাহাড়। ডানে হাত দিলে, সেখানেও সমস্যা; বামে হাত দিলে সেখানেও সমস্যা। এই অবস্থার পরিবর্তন আমাদের করতে হবে। সবাই মিলে করতে হবে।’
আরও পড়ুন: পুলিশ ইসির অধীন, না ইসি কি পুলিশের অধীন?
তারেকের ভিডিও কনফারেন্স ঠেকাতে স্কাইপি বন্ধ করে দিল বিটিআরসি
ড. কামালের গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা
ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক শেষে যা বললেন ড. কামাল
গ্রেনেড হামলায় নিহত আ.লীগের অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে ধানের শীষে নির্বাচন করবেন