দু’ইয়ের বেশি স’ন্তান নিলে হবে না সর’কারি চাকরি

এখনবাংলা: দুইয়ের বেশি সন্তান থাকলে হবেনা সরকারি চাকরি । পাওয়া যাবেনা কোন সরকারি সুযোগ-সুবিধা।

এমনকি দুই সন্তানের বেশি সন্তান জন্ম দিলে কেউ নির্বাচনেও দাঁড়াতে পারবেনা। এমন আইন করা হল ভারতের আসাম রাজ্যে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর করা হবে।

আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়ন করা হয়নি। তবে এবার ২০২১ সালের ১ জানুয়ারি থেকেই তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

২০১৭ সালে জনসংখ্যা নিয়ে একটি খসড়া তৈরি করা হয়। সে সময়ই এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

আসামের শিল্পমন্ত্রী মোহন পাটওয়ারি জানান, জনসংখ্যা কমাতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে, ইতোমধ্যেই এ বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

ফেসবুকে লাইক দিন