দিনাজপুরে তরুণীর শরীর মাটির নিচে, বের হয়ে ছিল হাতের আঙুল

ইমান২৪.কম: বন বিভাগের কর্মচারীরা বনের জমিতে গাছ লাগানোর জন্য গর্ত খোঁড়ার কাজ করছিলেন। এ সময় একটি গর্ত খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে মানুষের শরীরের হাড়। আরও একটু খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে পচা লাশ, সেই সঙ্গে তীব্র দুর্গন্ধও। ধারণা করা হচ্ছে, দিন কয়েক আগে হত্যা করে মরদেহ পুঁতে রাখা হয়েছে এখানে।

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বন্ধন আদর্শগ্রাম এলাকার ঘটনা এটি। আজ বুধবার বেলা তিনটার দিকে এই মরদেহ উদ্ধার করে বিরামপুর থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া মরদেহটি শাড়ি পরিহিত অবস্থায় ছিল। বয়স ২৮-৩০ বছরের মধ্যে।

তবে শাড়ি ও শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে মুখ আগুনে ঝলসে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি একজন নারীর। শাড়ি পরিহিত অবস্থায় ছিল। বয়স ২৮-৩০ বছরের মধ্যে। তবে শাড়ি ও শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে মুখ আগুনে ঝলসে দেওয়া হয়েছে।

হাতের আঙুল ছাড়া পুরো শরীর মাটির নিচে ছিল। পরে স্থানীয় ব্যক্তিরা বিরামপুর থানা-পুলিশকে অবহিত করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক সুরতহালে দেখা গেছে, পুরো শরীর আগুনে ঝলসানো। শাড়ি দিয়ে পেঁচিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৫-৬ দিন আগের ঘটনা। শরীর এতটাই গলে গেছে, আঙুলের ছাপ পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি।

ঘটনাস্থলে সিআইডি পুলিশ কর্মকর্তারা গিয়েছেন। গলিত লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, এখন পর্যন্ত স্থানীয় ব্যক্তিদের কেউ মরদেহটি শনাক্ত করতে পারেননি। গত এক সপ্তাহে বিরামপুর থানায় কোনো নিখোঁজ অভিযোগও কেউ করেননি। যদি কেউ কোনো অভিযোগ দাখিল করেন, তা আমলে নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

ফেসবুকে লাইক দিন