দখলদার ইসরাইলকে এখনো স্বীকৃতি দেয়নি যেসব দেশ
ইমান২৪.কম: বিশ্বের বেশ কিছু দেশ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনো অনেক দেশ স্বকৃতি দেয়নি দখলদার ইসরাইলকে। এমনকি দখলদার ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রয়েছে সেই দেশগুলো৷
আফগানিস্তান: দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান এখনো ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেয়নি৷, আলজেরিয়া: ইসরাইল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও আলজেরিয়া এখনো দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেয়নি৷, বাংলাদেশ: দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ইহুদিবাদী ইসরাইলকে এখনো স্বীকৃতি দেয়নি৷ ফলে দখলদার ইসরাইলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনা৷
ভুটান: ইসরাইলের সঙ্গে ভুটানের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷, ব্রুনাই: দখলদার ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি মুসলিম দেশ ব্রুনাই৷, কোমোরোস: দুই দেশের মধ্যে যৌথ বাণিজ্যিক সম্পর্কের উদাহরণ থাকলেও কোমোরোস দ্বীপপুঞ্জের সঙ্গে ইসরাইলের কোন আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই৷, জিবুতি: জিবুতির সঙ্গে কোন আনুষ্ঠানিক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই দখলদার ইসরাইলের৷ অতীতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি৷,
ইন্দোনেশিয়া: দখলদার ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও অনানুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার সাথে যোগাযোগ রয়েছে৷ এমনকি ইসরাইলিরা চাইলে সিঙ্গাপুর থেকে ভিসা নিয়ে বালিতে যেতে পারেন৷ আর ইন্দোনেশীয়দের ‘তীর্থযাত্রী’ হিসেবে ইসরাইলে যাওয়ার অনুমতি রয়েছে৷, ইরাক: ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর দখলদার ইসরাইলের সঙ্গে দেশটির সম্পর্কোন্নয়নের চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি৷, কুয়েত: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কুয়েতের সম্পর্ক কখনোই বন্ধুভাবাপন্ন হয়নি৷ ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থান অবলম্বন করেছে কুয়েত।,
লেবানন: লেবানন এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ অব্যাহত রয়েছে৷, লিবিয়া: আফ্রিকার দেশ লিবিয়ার সঙ্গে দখলদার ইসরাইলের কোন সম্পর্ক নেই৷, মালয়েশিয়া: মালয়েশিয়ার সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরাইলে প্রবেশ করা যায় না৷, উত্তর কোরিয়া: ইহুদিবাদী ইসরাইলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ কিম জং উনের দেশ উত্তর কোরিয়া৷ দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ শত্রুতাপূর্ণ৷, ওমান: আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ওমান৷ তবে ১৯৯৬ সাল থেকে ওমান ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷,
পাকিস্তান: ইসরাইলকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থেকেছে পাকিস্তান৷ দেশটির পাসপোর্টধারী কেউ পাকিস্তানে প্রবেশও করতে পারে না৷, কাতার: ইসরাইলের সঙ্গে কাতারের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল৷, সৌদি আরব: সৌদি আরব এখনো ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি৷,
সোমালিয়া: ইসরাইলের সঙ্গে সোমালিয়ার কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷, সিরিয়া: প্রতিবেশি রাষ্ট্র সিরিয়ার সঙ্গে দখলদার ইসরাইলের সম্পর্ক বেশ দুর্বল৷ দু’দেশের মধ্যে গোলাইন হাইটস এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে৷, তিউনিশিয়া: ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তিউনিশিয়ার কোন সম্পর্ক নেই৷ ইসরাইলকে স্বীকৃতি দেয়নি তিউনিশিয়াও। তবে, দেশটির পাসপোর্ট ব্যবহার করে তিউনিশিয়া ভ্রমণ করা যায়৷ সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক বেশ নাজুক হয়ে উঠেছে৷, ইয়েমেন: ইয়েমেনের সঙ্গে ইসরাইলের কোন ধরনের সম্পর্ক নেই৷ দখলদার ইসরাইলের পাসপোর্ট বা ইসরাইলের স্টাম্প আছে এমন কোন পাসপোর্ট নিয়ে ইয়েমেনে প্রবেশ করা যাবে না৷