ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত
ইমান২৪.কম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত সীমান্ত এলাকার ১০৫২-৫৩ মেইন পিলারের চরইটালুকান্দা গ্রামের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আখিরুল ইসলাম (২২) রৌমারীর চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে বিজিবির ৩৫ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বলেন, ঘটনাটি সীমান্ত হত্যা নাকি আন্তঃকোন্দল?
তিনি আরও জানান, চোরাকারবারি নিজেদের মধ্যেও দ্বন্দ্বের কারণেও এ ঘটনা ঘটতে পারে। লাশের ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।