তেল-গ্যাস ছাড়াই বিদ্যুৎ উদ্ভাবন!

ইমান২৪.কম: তেল, মবিল ও গ্যাস ছাড়াই বিদ্যুৎ উদ্ভাবন করে আলোড়ন সৃষ্টি করেছেন জামালপুরের যুবক রাসেল ইকবাল। তার উদ্ভাবিত বিদ্যুৎ দিয়ে ফ্যান, টিভি, ফ্রিজ ও বাতি জ্বালানো যায়। রাসেলের এই সফলতাকে আরো প্রসারিত করতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জামালপুর জেলার মেলান্দহের রেখিরপাড়া গ্রামের কৃষিজীবী যুবক রাসেল ইকবাল। পারিবারিক অভাব-অনটনের কারণে মাধ্যমিকের বেশি এগুতে পারেননি। তবে, ছোটোবেলা থেকেই বিদ্যুৎ নিয়ে কিছু করার প্রবল ইচ্ছা তার।

অবশেষে দীর্ঘ ৭ বছরের গবেষণায় ডিসি ও এসি মটর ব্যবহারে তেল, মবিল ও গ্যাস ছাড়াই বিদ্যুৎ উদ্ভাবন করলেন। আর এই বিদ্যুৎ দিয়ে ফ্যান, টিভি, ফ্রিজ ও বাতিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মেশিন চালানো সম্ভব। রাসেল বলেন, ‘কোন খরচ করতে হয়না। তেল মোবিল গ্যাস কিচ্ছু লাগে না। সরকার সহায়তা করলে আমি পুরো থানায় বিদ্যুতের ব্যবস্থা করতে পারবো।’ রাসেলের এই সফলতাকে আরো প্রসারিত করতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।এলাকাবাসী বলেন, ‘ছোট বেলা থেকেই ওর আশা বিদ্যুৎ তৈরি করবে।

টিভি ফ্যান বাতি চলছে আমাদের দেখে ভাল লাগছে। সহযোগিতা পেলে আশা করি ও সফল হবে।’ উদ্ভাবিত এই বিদ্যুৎকেন্দ্র দিয়ে লোডশেডিং-কালীন বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব দাবি করে, রাসেলকে কারিগরী ও আর্থিক সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক এক কর্মকর্তা। ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘আমাদের এই বিজ্ঞানীকে সহযোগিতা করার জন্যে আহ্বান জানাচ্ছি।’

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এলাকায় বিদ্যুৎ না থাকলে ওর নিজস্ব উদ্ভাবিত বিদ্যুৎ দিয়ে চাহিদা মেটায়।’ রাসেল তার এই সফলতাকে উৎসর্গ করেছেন বঙ্গবন্ধুর প্রতি। তাই উদ্ভাবিত বিদ্যুৎকেন্দ্রের নাম দিয়েছেন ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বিদ্যুৎকেন্দ্র’।

আরও পড়ুন: ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে ক্ষমা চাইতে মাসুদা ভাট্টিকে লিগ্যাল নোটিশ

ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতারে ড. কামালের উদ্বেগ, আইনি লড়াইয়ের ঘোষণা

ফেসবুকে লাইক দিন