তৃতীয় দিনেও উত্তাল পাকিস্তান, আন্দোলনকারীদের প্রতি ইমরান খানের হুঁশিয়ারি

ইমান২৪.কম: পাকিস্তানে ধর্ম নিয়ে কটুক্তিকারী আসিয়া বিবির মৃত্যুদন্ডের রায় বাতিল করে বেকুসুর খালাস দেয়ায় তৃতীয় দিনের মতো দেশ জুড়ে কঠোর আন্দোলন চলছে। বুধবার রায় ঘোষণার পর তেহরিক-ই-লাব্বাইক কট্টরপন্থী দলটি অবরোধ ডাকে।

শুক্রবার তৃতীয় দিনে এ অবরোধ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারিরা গাড়ী, লড়ি, রিক্সা ভাংচুর করছে। তীব্র এ আন্দোলনের মুখে কতৃপক্ষ বেশিরভাগ স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে। হাজার হাজার ইসলামপন্থীদের এ আন্দোলনে স্থবির হয়ে পড়েছে দেশটি। এদিকে আন্দোলন বন্ধ না করলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এ খবর জানিয়েছে দ্যা গার্ডিয়ান অনলাইন।

আন্দোলনের ভিডিও চিত্র থেকে দেখা গেছে, আন্দোলনকারীরা দেশের প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রধান বিচারপতির পোস্টারে জুতো ছুড়ে মারছে।

যানযটের কারণে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। মায়েদের রাস্তার পাশে বসেই শিশুদের খাবার খাওয়াতে বাধ্য করা হচ্ছে। আন্দোলনকারী এক ব্যক্তি জানিয়েছেন, এই মহান কাজের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেসব অযথা কথাবার্তা বলেছেন, আমরা তা প্রত্যাখ্যান করেছি।

বিক্ষোভকারী এবং শক্তিশালী অস্ত্রধারীদের গ্রেপ্তার করা থেকে পুলিশ দূরে সরে গেছে। বৃহস্পতিবার এ আন্দোলনে জামাত-উদ-দাওয়া, জামাত-উলেমা-ই-ইসলাম ঘোষণা দেয় তেহরিক-ই-লাব্বাইক এর সঙ্গে তারাও আন্দোলনে যোগ দেবে। শুক্রবার তারা এ আন্দোলনে যোগ দিয়ে পেশয়ার অবরোধ করেছে। এদিকে আন্দোলনের কারণে পাঞ্জব, লাহোর, ইসলামাবাদ, গুজরানওয়ালাতে মোবাইল সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ সার্ভিস বন্ধ রাখা হবে বলে স্থানীয় মিডিয়া দ্যা ডন জানিয়েছে।

আন্দোলন প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই এ আন্দোলন করা হচ্ছে। আমি এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলতে চাই যে, রাষ্ট্রে খারাপ পরিস্থিতি সৃষ্টি করবেন না। শুধু ভোটব্যাংকের জন্য দেশের ক্ষতি করবেন না। যদি তা করেন, তাহলে আমি প্রতিজ্ঞা করছি সরকারও তার দায়িত্ব পালন করবে। আমি আবারো বলছি, সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবেন না।

দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তরের পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, আসিয়া বিবির রায় একটি আইনী বিষয়। এ বিষয়ে সেনাবাহিনীর জড়িয়ে পড়াটা দুঃখজনক। তিনি আন্দোলনকারীদের আইনী পথ অবলম্বন করার আহ্বান জানান এ সময়। তিনি আরো বলেন, সেনাবাহিনী দেশে শান্তি বজায় রাখতে একটি যুদ্ধ চালাচ্ছিল। তাদের মনোযোগ অন্য দিকে সরিয়ে দেয়ার চেষ্টা করা উচিত হবে না। আমি আশা করি, এ সমস্যাটি শান্তিপূর্ণভাবেই সমাধান হবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী চৌধুরী এক টুইট বার্তায় জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। সরকারের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না।

প্রসঙ্গত, মহানবীকে (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগ আনা আসিয়া বিবির মৃত্যুদন্ডের রায় বাতিল করে তাকে বেকুসুর খালাস দিলে পাকিস্তান জুড়ে আন্দোলন শুরু করে দেশটির কট্টরপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক।

আরও পড়ুন: সংলাপে সন্তুষ্ট নই: ফখরুল

আমরা সংবিধানের বাইরে যাব না : ওবায়দুল কাদের

সংলাপে প্রধানমন্ত্রীকে যা বলেছেন ড. কামাল

৭ দিনের মধ্যে ধূলোর মতো সব উড়ে যাবে : মান্না

সংলাপে বিশেষ সমাধান পাইনি -ড. কামাল, ৭ দফার আন্দোলন চলবে: রব

ফেসবুকে লাইক দিন