তুর্কি সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে!
ইমান২৪.কম: নিরাপত্তা, স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিজয়ের জন্য তুরস্কের সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে। একথা বলেছেন সিরিয়ার উপ প্রধানমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ। তিনি তুর্কি সেনাদেরকে দখলদার বাহিনী হিসেবে আখ্যায়িত করেন। সরকারপন্থি আরবি দৈনিক আল-ওয়াতানকে দেয়া এক সাক্ষাতকারে মিকদাদ বলেন, সিরিয়ার ভূখণ্ডে তুর্কি সেনাদের বিরুদ্ধে একমাত্র সিরিয়ার সেনারাই দাঁড়িয়েছে।
তুর্কি হামলার বিরুদ্ধে কুর্দি গেরিলারা রুখে দাঁড়ানোর যে আহ্বান জানিয়েছে সে সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে ফয়সাল আল-মিকদাদ বলেন, “আমরা বিশ্বাস করি যে, এই কুর্দি গেরিলাদের নিজেদের দেশের নাগরিকত্বের চেতনায় ফিরে যাওয়া উচিত। আমেরিকা, ইসরাইল কিংবা অন্য কারো মাধ্যমে নিজেদের মাতৃভূমির স্বার্থের বিরুদ্ধে তাদের ব্যবহৃত হওয়া মোটেই উচিত হবে না।”
সিরিয়ার মাটিতে তুরস্কের সেনাবাহিনীর ট্যাংকবহর তিনি পরিষ্কার করে বলেন, সিরিয়ার জনগণের স্বার্থ ও সন্ত্রাসবাদ দমন করার জন্য দেশের সেনারা সব গোষ্ঠী, দল ও উপজাতীয় গেরিলাদের বিরুদ্ধে দাঁড়াবে। তিনি বলেন, সিরিয়া চূড়ান্তভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও এর পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিজয়ী হবে এবং সিরিয়ার সব এলাকা মুক্ত হবে।