তুরস্কের মসজিদে মসজিদে শিশুদের নামাজ পড়ার ঢল নেমেছে!
ইমান টোয়েন্টিফোর ডটকম:তুরস্কের মসজিদে মসজিদে শিশুদের নামাজ পড়ার ঢল নেমেছে। পিতা মাতার সাথে নামাজ পড়তে আসছে তারাও। এমনকি ফজরের নামাজ ও বাদ যাচ্ছে না। এমনি খবর আসছে তুরস্কের মসজিদগুলো থেকে।
তুরস্কের দানিজলীতে একটি মসজিদে দেখা গেছে প্রতিদিন শতশত শিশু ফজরের নামাজ পড়তে আসছে। এমনকি নামাজের সাথে সাথে পবিত্র কুরআন ও হাদীস শরীফ পাঠ ও মুখস্থ করছে তারা।
তুরস্কের মতো অত্যাধুনিক দেশে মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ছে ও অনৈসলামিক জীবনধারা থেকে ইসলামী জিবনধারায় নিজেদের ধন্য করছেন তুরস্কের জনগণ।
এস এম / ইমান টোয়েন্টিফোর ডটকম